ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

করোনা-বন্যায় উ. কোরিয়ার পাশে রেডক্রস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ১০ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনা-বন্যায় উ. কোরিয়ার পাশে রেডক্রস

করোনাভাইরাস মহামারির আশঙ্কার সঙ্গে এবার উত্তর কোরিয়ায় দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে সাম্প্রতিক বন্যা। এই কঠিন পরিস্থিতিতে দেশকে সহায়তা করতে ৪৩ হাজার উত্তর কোরিয়ান স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দিয়েছে আন্তর্জাতিক রেডক্রস। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন গত মাসে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। দক্ষিণ কোরিয়া থেকে পালিয়ে আসা এক ব্যক্তির করোনা উপসর্গ দেখা দিলে আন্তঃকোরীয় সীমান্তের কাছের শহর কায়েসংয়ে জারি করা হয় লকডাউন। সর্বশেষ ভারী বৃষ্টি ও বন্যায় ফসলের ক্ষতি ও খাদ্য সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্টের (আইএফআরসি) মুখপাত্র অ্যান্টনি বালমেইন বলেছেন, এসব স্বেচ্ছাসেবীরা কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে। এখন তারা ছড়িয়ে পড়বেন দেশের ৯টি রাজ্যে। 

এই স্বেচ্ছাসেবীরা ভাইরাস মোকাবিলায় কাজ করবে। একই সঙ্গে বন্যায় ফসলের ক্ষতি যতটা সম্ভব কমানোর জন্য পদক্ষেপ নেবে।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়