ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

ভারতে একদিনে আক্রান্ত ৭৭ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ২৮ আগস্ট ২০২০   আপডেট: ১৫:৩৯, ২৮ আগস্ট ২০২০
ভারতে একদিনে আক্রান্ত ৭৭ হাজারের বেশি

ভারতে আবারও একদিনে করোনাভাইরাসে আক্রান্ত রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭৭ হাজার ২৬৬ জনের করোনা পজিটিভ হয়েছে।

আজ শুক্রবার (২৮ আগস্ট) সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট কোভিড রোগী সংখ্যা ৩৩ লাখ ৮৭ হাজার ৫০০ জন।

একই সময়ে ভারতে এক হাজার ৫৭ জন মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৫২৯-এ।

আক্রান্তের সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে থাকা ভারতে সুস্থ হয়েছেন ২৫ লাখ ৮৩ হাজার ৯৪৮ জন। ২৪ ঘণ্টায় রেকর্ড ৬০ হাজার রোগী করোনা জয় করেছেন, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬.২৭ শতাংশ।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য মহারাষ্ট্রে একদিনে ১৪ হাজার ৮৫৭ জনের করোনা পজিটিভ হয়েছে, সংক্রমণ ৭ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে। অন্ধ্র প্রদেশে ফের দশ হাজার ছাড়িয়েছে একদিনে আক্রান্ত রোগীর সংখ্যা, মোট ৩ লাখ ৯৩ হাজার।

করোনা মহামারিতে সারা বিশ্বে ২ কোটি ৫৫ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে ৮ লাখ ৩১ হাজার রোগী প্রাণ হারিয়েছেন।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়