ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নরসিংদীতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২০৫৪

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ৩১ আগস্ট ২০২০   আপডেট: ০৭:১৯, ৩১ আগস্ট ২০২০
নরসিংদীতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২০৫৪

নরসিংদীতে নতুন করে আরো ২৪ জনের করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫৪ জনে।

সোমবার (৩১ আগস্ট) সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন নরসিংদী সদর উপজেলায় ৩ জন, শিবপুর  উপজেলায় ২ জন, পলাশ  উপজেলায় ১৫ জন, বেলাব  উপজেলায় ৩ জন ও রায়পুরা উপজেলায় ১ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানায়, নরসিংদী জেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৪৭৮ জনের, ফলাফল পাওয়া গেছে ১০ হাজার ৪৭৮ জনের। 

জেলায় এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলায় ১২০৬ জন, শিবপুর উপজেলায় ২০৭ জন, পলাশ উপজেলায় ২১২ জন, মনোহরদী উপজেলায় ১৪৪ জন, বেলাবো উপজেলায় ১৩৭ জন ও রায়পুরা উপজেলায় ১৪৮ জন।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪২ জন।  এর মধ্যে  রয়েছেন নরসিংদী সদরে ২৫ জন, বেলাব উপজেলায় ৬ জন, রায়পুরা উপজেলায় ৬ জন, পলাশ উপজেলায় ২ জন, মনোহরদী উপজেলায় ২ জন ও শিবপুর উপজেলায় ১ জন।

 

 

এইচ মাহমুদ/টিপু

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ