ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

পাকিস্তানে চার মাসের মধ্যে সর্বনিম্ন আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৯, ৩১ আগস্ট ২০২০   আপডেট: ০৭:৫৯, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানে চার মাসের মধ্যে সর্বনিম্ন আক্রান্ত

করোনা পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণে নিচ্ছে পাকিস্তান। দেশটির কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী গেল ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ২৬৪ জন। যা চার মাসের মধ্যে সর্বনিম্ন। খবর আল জাজিরার।

দেশটির জতীয় আদেশ ও নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী রোববার (৩০ আগস্ট) সেখানে মারা গেছে মাত্র ৪ জন। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৮ জনে।

অবশ্য পাকিস্তানে হঠাৎ করে করোনার সংক্রমণ কমে যাওয়ার পেছনের কারণ এখনো জানেন না স্বাস্থ্য কর্মকর্তাগণ। 

জুনে করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ ধারন করেছিল পাকিস্তানে। সে সময় দৈনিক আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ৬ হাজার ৮২৫ পেরিয়েছিল। হাসপাতালগুলোতে রোগীদের জায়গা দেওয়া যাচ্ছিলো না। দেখা দিয়েছিল ওষুধ সংকট। সংকট দেখা দিয়েছিল অক্সিজেন সিলিন্ডার ও ভেন্টিলেটরেরও। এমনকী ঠিকমতো মাস্কও পাওয়া যাচ্ছিলো না।

এরপর পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসতে শুরু করে। আগস্ট মাসের শেষ দিকে এসে আক্রান্তের সংখ্যা নেমে আসলো ৩০০ এর নিচে। মৃতের সংখা নেমে এসেছে এক অঙ্কের ঘরে। যা দেশটির জন্য দারুণ স্বস্তির।

ঢাকা/আমিনুল

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়