ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মাদকবাহী মার্কিন বিমান ভূপাতিত করার দাবি ভেনেজুয়েলার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ১৭ সেপ্টেম্বর ২০২০  
মাদকবাহী মার্কিন বিমান ভূপাতিত করার দাবি ভেনেজুয়েলার

যুক্তরাষ্ট্রের নিবন্ধন করা একটি মাদকবাহী বিমান ভূপাতিত করেছে ভেনেজুয়েলার সেনাবাহিনী, স্বরাষ্ট্রমন্ত্রী নেস্তোর রেভেরোল এ কথা বলেছেন।

এর আগে ন্যাশনাল আর্মড ফোর্সেসের স্ট্র্যাটেজিক কমান্ড অপারেশনস গত জুলাইয়ে একটি মাদকবাহী বিমান ভূপাতিত করার দাবি করেছিল।

দেশের আকাশসীমায় কোনও সন্দেহজনক বিমান ঢুকে পড়লে তা ধ্বংসে আইনের উল্লেখ করে টুইটারে রেভেরোল লিখেছেন, ‘ভূপাতিত মাদকবাহী বিমানটি যুক্তরাষ্ট্রের নিবন্ধনকৃত। এটি জুলিয়া প্রদেশ হয়ে ভেনেজুয়েলার আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করেছিল। রাডারের মাধ্যমে এই অনুপ্রবেশ শনাক্তের পর সব ধরনের প্রোটোকল মেনে বিমানটি ভূপাতিত করা হয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও লিখেছেন, ‘আমরা সবসময় সতর্ক অবস্থায় থাকি। কলম্বিয়া থেকে অবৈধ মাদক পাচারের জন্য আমাদের আকাশসীমা যেন ব্যবহার না করা হয় সেজন্য আমরা সবসময় আকাশ পর্যবেক্ষণে রাখি।’ কলম্বিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি কোকেন উৎপাদনকারী দেশ।

এর আগে ৮ জুলাই আমেরিকান নিবন্ধন করা একটি বিমান ভেনেজুয়েলান আকাশসীমায় ঢুকে পড়লে জঙ্গি বিমান দিয়ে তা ধ্বংস করা হয়। মাদক পাচারের জন্য দেশের আকাশসীমায় অবৈধভাবে ঢুকে পড়া যে কোনও বিমান ধ্বংস করতে ২০১৩ সালে একটি আইনে স্বাক্ষর করেন ভেনেজুয়েলান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়