ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আরও ৫ আরব দেশ ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তিতে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ১৮ সেপ্টেম্বর ২০২০  
আরও ৫ আরব দেশ ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তিতে যাচ্ছে

সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর আরও পাঁচটি আরব দেশ ইসরালের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।  হোয়াইট হাউজের চিফ অব স্টাফ মার্ক মিডোজ এ তথ্য জানিয়েছেন।

উইসকনসিনে সাংবাদিকদের কাছে দেওয়া সাক্ষাৎকারে মিডোজ অবশ্য ওই পাঁচ দেশের নাম প্রকাশ করেননি।

তিনি জানিয়েছেন, ওই পাঁচটি দেশ আরব অঞ্চলেরই।

গত সপ্তাহে হোয়াইট হাউজে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের লক্ষ্যে শান্তিচুক্তিতে স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। ফিলিস্তিনিরা এই চুক্তিতে তাদের পেছনে ছুরিকাঘাত দাবি করে বিক্ষোভ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহেই জানিয়েছিলেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে অনেক আরব দেশই সম্মত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যে পাঁচ দেশের কথা বলা হচ্ছে তার মধ্যে অন্যতম সম্ভবত ওমান। মঙ্গলবার হোয়াইট হাউজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দেশটির প্রতিনিধি উপস্থিত ছিল। সৌদি আরবও শেষ পর্যন্ত চুক্তিতে আসবে বলে ভবিষ্যৎ বাণী করেছেন।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ