ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ল্যাবরেটরি ছাড়াই ৯০ মিনিটে নির্ভুলভাবে করোনা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ১৮ সেপ্টেম্বর ২০২০  
ল্যাবরেটরি ছাড়াই ৯০ মিনিটে নির্ভুলভাবে করোনা শনাক্ত

কোনো বিশেষায়িত ল্যাবরেটরি ছাড়াই মাত্র ৯০ মিনিটে নির্ভুলভাবে করোনাভাইরাস শনাক্ত করা সম্ভব। ইমপেরিয়াল কলেজ অব লন্ডনের গবেষকরা এ তথ্য জানিয়েছেন।

বিবিসি জানিয়েছে, করোনা শনাক্তের ওই যন্ত্রটি ইতোমধ্যে যুক্তরাজ্যের এনএইচএস হাসপাতালগুলোতে ব্যবহার করা হচ্ছে। এই যন্ত্রটির মাধ্যমে দ্রুত আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। ডিএনএনাজ নামের একটি প্রতিষ্ঠানটির এই যন্ত্রটির উন্নয়ন করেছে। নাক বা গলা থেকে লালা সংগ্রহ করতে সক্ষম এমন যে কেউ এই যন্ত্রটির ব্যবহার করতে পারবেন। যন্ত্রটির আকার জুতার বাক্সের সমান।

ল্যনসেট মাইক্রোব সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ৩৮৬ জনের নমুনা নাজবক্স নামের ওই যন্ত্রে এবং মানসম্পন্ন ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়।

ইমপেরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক গ্রাহাম কুক বলেন, ‘নতুন প্রযুক্তি নিয়ে আসতে চাইবেন সেই হিসেবে যন্ত্রটির দক্ষতা তুলনামুলক, যা অনেক বেশি নিশ্চয়তা দিচ্ছে। অনেক পরীক্ষাতেই গতি ও নির্ভুলতার মধ্যে পার্থক্য থাকে, সেখানে এই পরীক্ষার মাধ্যমে উভয়টি অর্জন করা সম্ভব।’  

বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য সরকার ইতোমধ্যে পাঁচ হাজার নাজবক্স যন্ত্র ও ৫৮ লাখ কার্টিজ কেনার আদেশ দিয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়