ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পাকিস্তানে ভূমিধ্বসে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৫, ১৯ অক্টোবর ২০২০   আপডেট: ০৫:০২, ১৯ অক্টোবর ২০২০
পাকিস্তানে ভূমিধ্বসে নিহত ১৬

রোববার পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাসের ওপর ভূমি ধ্বসে পড়ার ঘটনায় এ পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে। তার মধ্যে ৪ জন সেনা কর্মকর্তাও রয়েছেন। খবর জিও নিউজ ও আনাদোলু এজেন্সির।

ভূমিধ্বসের ঘটনাটি ঘটে চীন সীমান্তের কাছে স্কুরদু পাহাড়ি অঞ্চলে। যে অঞ্চলটি পর্যটনের জন্য বিখ্যাত। 

স্কুরদু অঞ্চলের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মিরাজ আলম জানিয়েছেন ভূমিধ্বসে গোটা বাস মাটির নিচে চাপা পড়েছে। উদ্ধারকর্মীরা তাদের সরঞ্জামাদি নিয়ে দ্রুততম সময়ে ১৬টি মৃতদেহ উদ্ধার করে। এরপর ওই রাস্তাটি চলাচলের জন্য খুলে দেয়া হয়। নিহত ১৬ জনের মধ্যে চারজন সেনাবাহিনীর সদস্যও রয়েছেন।

পৃথিবীর অন্যতম সবচেয়ে বড় পর্বতমালা কারাকোরাম ওই অঞ্চলে অবস্থিত। এলাকাটি গিলগিত-বালতিস্তান নামে বিখ্যাত। ওই অঞ্চলে প্রতি বছর ভূমিধ্বসে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মৃত্যু হয়।

এই অঞ্চলটি চীন-পাকিস্তানের অর্থনৈতিক রুট হিসেবে ব্যবহৃত হয়। এখান দিয়েই চীনের সঙ্গে মিশেছে পাকিস্তানের বিখ্যাত পাহাড়ি রাস্তা কারাকোরাম। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়