ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কাশ্মিরে পাকিস্তানের হামলায় ভারতের ৪ সেনাসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ১৩ নভেম্বর ২০২০   আপডেট: ০৮:১১, ১৪ নভেম্বর ২০২০
কাশ্মিরে পাকিস্তানের হামলায় ভারতের ৪ সেনাসহ নিহত ৭

জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তানের হামলায় চার ভারতীয় সেনাসহ সাত জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে এ হামলা শুরু হয়।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বারামুল্লা জেলার নামবালা সেক্টরে পাকিস্তানি সেনাদের গুলিতে দুই ভারতীয় সেনা নিহত হয়। পাকিস্তানি সেনারা মর্টার ও অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে। উরি সেক্টরের হাজি পির এলাকায় বিএসএফের এক সাব-ইনস্পেক্টর, এক সেনা ও এক নারী নিহত হয়েছে। উরির কামালকোট সেক্টরে নিহত হয়েছে আরও দুই বেসামরিক নাগরিক।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, ভারতীয় বাহিনী এর কড়া জবাব দিয়েছে। ভারতীয়দের হামলায় পাকিস্তানের ছয় থেকে সাত সেনা নিহত ও ১০ থেকে ১২ জন আহত হয়েছে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনীর অনেকগুলো বাঙ্কার, জ্বালানি মজুদ কেন্দ্র ও উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। 

গত শনিবারও নিয়ন্ত্রণরেখার মছিল সেক্টরে হামলা চালিয়েছিল পাকবাহিনী। ওই ঘটনায় এক বিএসএফ সদস্য এবং তিন সেনা নিহত হয়। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়