ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জি-২০ সম্মেলনেও বিশ্বনেতাদের মুখে করোনা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ২১ নভেম্বর ২০২০  
জি-২০ সম্মেলনেও বিশ্বনেতাদের মুখে করোনা

প্রথম আরব দেশ হিসেবে সৌদি আরবে শুরু হয়েছে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর সম্মেলন। শনিবার ভার্চুয়াল বৈঠকে জোট নেতাদের মুখে মুখেই ছিলো করোনা মহামারি মোকাবিলা।

সৌদি বাদশাহ সালমান দুদিনের ভার্চুয়াল সম্মেলনের উদ্বোধনী ভাষণে বলেছেন, ‘যদিও কোভিড-১৯ এর চিকিৎসা ও ডায়াগনিস্টিক সরঞ্জাম হিসেবে টিকার উন্নয়ন অগ্রগতিতে আমরা আশাবাদী, তারপরও আমাদেরকে সাশ্রয়ী মূল্যে ও ন্যায়সঙ্গতভাবে সব মানুষের কাছে ওই সব সরঞ্জাম পাঠানোর পরিস্থিতি সৃষ্টির জন্য কাজ করতে হবে।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘২০২০ সালে মানবজাতি যে মাত্রার সমস্যার মুখে পড়েছে তা অপ্রত্যাশিত। করোনাভাইরাস মহামারি, বৈশ্বিক লকডাউন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থবিরতা একটি প্রক্রিয়াগত অর্থনৈতিক সংকট শুরু করেছে, যা বিশ্ব মহামন্দার পর আর দেখেনি।’

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে  জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সহ অন্যান্য নেতাদের বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। আয়োজক দেশ সৌদির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, জোটের নেতারা এবার বিশ্ব অর্থনীতির মন্দা পরিস্থিতির উন্নয়ন নিয়ে কথা বলার পাশপাশি জলবায়ু পরিবর্তনকেও তাদের এজেন্ডার শীর্ষে রাখবেন।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়