ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রোচ কাবোরে বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২০, ২৭ নভেম্বর ২০২০  
রোচ কাবোরে বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট নির্বাচিত

দ্বিতীয় মেয়াদে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রোচ মার্ক ক্রিস্টিয়ান কাবোরে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির স্বাধীন নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করে।

নির্বাচনে রোচ প্রায় ৫৮ শতাংশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১২ প্রার্থীকে হারিয়ে প্রথম রাউন্ডে বিজয়ী হন। প্রেসিডেন্ট নির্বাচনে ৩০ লক্ষ ভোটার ভোট দেন। তার মধ্যে ১৬ লাখ ভোট পান রোচ।

গেল রোববার বুরকিনা ফাসোতে নির্বাচন অনুষ্ঠিত হয়। চারদিনের মাথায় ফল ঘোষণা করা হয়। সাংবিধানিক আদালতে যাচাই-বাছাই শেষে শনিবারের মধ্যে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। এর আগে ২০১৫ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন রোচ। সেবার ১২ শতাংশ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন বিরোধী প্রার্থীকে।

বৃহস্পতিবার ফল ঘোষণার পর রোচ দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধন্যবাদ জানান। পাশাপাশি অভিনন্দন জানান তার বিরোধীদের। দেশের ঐক্য ও সংহতি সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

যদিও বিরোধীরা অভিযোগ করছে নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। ভোটারদের ঘুষ, উৎকোচ দেওয়া হয়েছে।  তাদের দাবি ৩০ শতাংশ ভোটার ভুয়া ব্যালটে ভোট দিয়েছেন।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়