ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বের দেশের সঙ্গে তুলনা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ৮ ডিসেম্বর ২০২০   আপডেট: ২২:৫৬, ৮ ডিসেম্বর ২০২০
যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বের দেশের সঙ্গে তুলনা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বের একটি দেশের সঙ্গে তুলনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার একটি অনুষ্ঠান শেষে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির বর্ণনা দেওয়ার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের ডমিনিয়ন ভোট ব্যবস্থা ও ডাকযোগে দেরিতে আসা ভোট গণনার সমালোচনা করেছেন ট্রাম্প।

তিনি বলেছেন, ‘এটা সাজানো নির্বাচন, আপনি যদি বিভিন্ন রাজ্যের দিকে তাকান তাহলে দেখতে পারবেন নির্বাচন ছিল পুরোপুরি সাজানো। এটা আমাদের দেশের জন্য অবমাননাকর। তৃতীয় বিশ্বের একটি দেশের মতো ব্যালট সব জায়গা থেকে চুরি করা হয়েছে, যন্ত্র ব্যবহার করা হয়েছে কিন্তু কেউ জানে না মালিক কে, কেউ কিছু জানে না।’

ট্রাম্প বলেন, ‘হাজার হাজার ভোট পাঠানো অবস্থায় তারা ধরা পড়েছে। তবে এর সবগুলো আমার বিপক্ষে। এটা তৃতীয় বিশ্বের কোনো দেশের মতো ছিল এবং আমি মনে করি ঘটনাগুলো তৈরি করা হয়েছিল। এ ব্যাপারে আমরা কী করতে পারি তা এখন আমরা বের করেছি।’

গত ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড। তবে তিনি নির্বাচনে পরাজয়ের ইঙ্গিত পাওয়ার পর থেকেই ভোট জালিয়াতির অভিযোগ করে আসছেন। অবশ্য এ পর্যন্ত তার এই অভিযোগ বা দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি ট্রাম্প।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়