ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

তুরস্কেও নতুন করোনা শনাক্ত, যুক্তরাজ্য থেকে প্রবেশ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৭, ২ জানুয়ারি ২০২১  
তুরস্কেও নতুন করোনা শনাক্ত, যুক্তরাজ্য থেকে প্রবেশ নিষিদ্ধ

নতুন করোনাভাইরাস ছড়িয়ে পরা দেশগুলোর তালিকায় সর্বশেষ সংযোজন তুরস্ক। দেশটিতে ১৫ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের নতুন রূপ। শুক্রবার (০১ জানুয়ারি) দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফারেত্তিন কোজা এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি টুইট বার্তায় লিখেছেন, ‘আমাদের দেশে নতুন করোনাভাইরাস আছে কিনা সেটা জানতে আমরা তদন্ত চালাই এবং ১৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত করা হয়। যারা প্রত্যেকেই যুক্তরাজ্য থেকে ফিরেছেন। তবে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।’

তিনি আরো জানান এই ঘটনার পর যুক্তরাজ্য থেকে তুরস্কে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া যে ১৫ জন যুক্তরাজ্য থেকে তুরস্কে এসেছেন, তাদের সংস্পর্শে যারা গিয়েছে তাদের সকলকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

শুক্রবার তুরস্কে নতুন করে ১২ হাজার ২০৩ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ২১২ জন। ইউরেশিয়ার দেশটিতে এ পর্যন্ত ২২ লাখ ২০ হাজার জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ২১ হাজার ৯৩ জন।

বিশ্বের ১৯১টি দেশে এ পর্যন্ত ৮ কোটি ৪২ লাখ ১৫ হাজার ১৭৭ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৮ লাখ ৩২ হাজার ৬২০ জন। সেরে উঠেছে ৫ কোটি ৯৫ লাখ ৬৮ হাজার ৯০৩ জন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়