ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ট্রাম্পকে অপসারণে কংগ্রেসে প্রস্তাব পাস, পেন্সের নাকচ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ১৩ জানুয়ারি ২০২১   আপডেট: ১৩:৫৬, ১৩ জানুয়ারি ২০২১
ট্রাম্পকে অপসারণে কংগ্রেসে প্রস্তাব পাস, পেন্সের নাকচ

মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাতে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে উত্থাপিত প্রস্তাব পাস হয়েছে। তবে দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন ।

বুধবার (১৩ জানুয়ারি) সংবাদমাধ্যম সিএনএন এর  এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবরে বলা হয়, হাউসে ২২৩-২০৫ ভোটে স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রস্তাবটি পাস হয়। 

এদিকে, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পোলোসিকে লেখা চিঠিতে পেন্স বলেন, ‘প্রেসিডেন্টের আর মাত্র আট দিন মেয়াদ রয়েছে, এই সময়ে আপনারা (ডেমোক্র্যাটরা) চাইছেন, মন্ত্রিসভা ও আমি যেন ২৫তম সংশোধনী ব্যবহার করি। এটা আমাদের জাতীয় স্বার্থ ও সংবিধানসম্মত হবে বলে আমার মনে হচ্ছে না।’

পেন্স বলেন, আমি মনে করি না, এই পথে এগিয়ে যাওয়ার মধ্যে আমাদের দেশের জন্য সর্বোচ্চ স্বার্থ রয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে ২৫তম সংশোধনী কার্যকর করবেন না। এটি ভয়ঙ্কর নজির তৈরি করবে।

ঢাকা/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়