ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মার্কিন সাংবাদিক হত্যা মামলার আসামিকে মুক্তির আদেশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ২৮ জানুয়ারি ২০২১   আপডেট: ১৬:৫৩, ২৮ জানুয়ারি ২০২১
মার্কিন সাংবাদিক হত্যা মামলার আসামিকে মুক্তির আদেশ

মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লকে অপহরণ ও হত্যা মামলার মূল আসামি ওমর সাইদ শেখের মুক্তির আদেশ বহাল রেখেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত এই রায় দিয়েছে।

এর আগে সিন্ধু হাই কোর্ট সাইদের মুক্তির আদেশ দিয়েছিল। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিন্ধু প্রদেশের সরকার। 

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয় তিন বিচারপতির বেঞ্চে। বেঞ্চের এক সদস্য মুক্তির বিরোধিতা করেছিলেন।

রায়ের পর বার্তা সংস্থা এএফপিকে সাইদের আইনজীবী মাহমুদ শেখ বলেন, ‘আদালত বলেছে এই মামলায় তিনি (সাইদ) কোনো অপরাধ করেননি। আদালত তাকে দ্রুত মুক্তির নির্দেশ দিয়েছে।’

২০০১ সালে পাকিস্তানে গিয়েছিলেন দ্য ওয়াল স্ট্রিট জার্নালের দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান ড্যানিয়েল পার্ল। সেখানে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট ও আল কায়েদার মধ্যে সম্পর্ক নিয়ে তদন্ত করছিলেন তিনি। ২০০২ সালের জানুয়ারিতে তাকে অপহরণের পর গলা কেটে হত্যা করা হয়। ঘটনার কিছুদিন পর হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয় সাইদকে। তার সঙ্গে আরো তিনজনকে এই মামলায় আসামি করা হয়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়