ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

টাই না পরায় বের করে দেওয়া হলো পার্লামেন্ট থেকে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ১০ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৭:২০, ১০ ফেব্রুয়ারি ২০২১
টাই না পরায় বের করে দেওয়া হলো পার্লামেন্ট থেকে

টাই না পরায় নিউ জিল্যান্ডের পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হলো এক আদিবাসী মাওরি নেতাকে। রাওইরি ওয়াইতিতি নামের ওই পার্লামেন্ট সদস্য অভিযোগ করেছেন, এভাবে পাশ্চাত্য পোশাকের জন্য চাপ দেওয়ায় তার অধিকার লঙ্ঘিত হয়েছে এবং আদিবাসী সংস্কৃতিকে অবমাননা করা হয়েছে।

মঙ্গলবার পার্লামেন্টে বিতর্ক চলাকালে রাওইরি ওয়াইতিতিকে প্রশ্ন করতে বাঁধা দেন স্পিকার ট্রিভর ম্যালার্ড। তিনি স্পিকার জানান, কেবল টাই পরা থাকলে কোনো এমপি প্রশ্ন করতে পারেন, নতুবা নয়। এরপরও ওয়াইতিতি প্রশ্ন করলে তাকে দ্বিতীয়বারের মতো বাঁধা দেন স্পিকার এবং তাকে পার্লামেন্ট কক্ষ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন।

ওয়াইতিতি বলেন, ‘এটা কেবল টাইয়ের বিষয় নয়, এটা সাংস্কৃতিক পরিচয়ের ব্যাপার।’

এর আগে ওয়াইতিতি টাইকে ‘একটি ঔপনিবেশিক ফাঁস’ বলে আখ্যা দিয়েছিলেন। গত বছর তাকে বলা হয়েছিল, টাই না পরলে তাকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হবে।

বুধবার নিউ জিল্যান্ড হেরাল্ডে লেখা নিবন্ধে ওয়াইতিতি বলেছেন, তার পদক্ষেপ কেবল টাইয়ের বিষয়ে  নয়, এটি মাওরিদের মাওরি হওয়ার অধিকারের বিষয়, চাই সেটা পার্লামেন্টে হোক, আর চাই সেটা পাবে হোক।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়