ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

হুইল চেয়ারে নির্বাচনি সভায় মমতা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ১৪ মার্চ ২০২১   আপডেট: ০০:৪৯, ১৫ মার্চ ২০২১
হুইল চেয়ারে নির্বাচনি সভায় মমতা

নন্দীগ্রাম দিবসে হুইল চেয়ারে বসে আবারও প্রচার শুরু করেছেন কলকাতার মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রোববার (১৪ মার্চ) হুইল চেয়ারে বসেই হাজরার সভায় উপস্থিত হয়েছেন।  মেয়ো রোডের গান্ধী মূর্তি পাদদেশ থেকে হাজরা মোড় পর্যন্ত শুরু হয়েছে মিছিল। মিছিলের নেতৃত্বে হুইলচেয়ারে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  রয়েছেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূলের প্রথম সারির সব নেতা।  মিছিলে যোগ দিয়েছেন কলকাতার ১১ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা।

এদিকে, মিছিলে যোগ দেওয়ার আগে মমতা এক টুইট বার্তায় বলেন, ‘আমার পায়ে ব্যথা রয়েছে, তবে মানুষের ব্যথা তার চেয়েও বেশি অনুভব করছি। কোনও মতেই কারোর কাছে মাথা নত করবো না।’ 

বুধবার (১০ মার্চ) নন্দীগ্রামে প্রচারে গিয়ে জখম হন মুখ্যমন্ত্রী।  তিনি নিজে ও শাসক শিবিরের তরফে চক্রান্তের অভিযোগ তোলা হয়। কমিশনকে দায়ী করে তৃণমূল।  

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার

রাখী চাকমা/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়