ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জনসনের টিকা স্থগিতের পরামর্শ যুক্তরাষ্ট্রে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ১৩ এপ্রিল ২০২১   আপডেট: ২০:৩৯, ১৩ এপ্রিল ২০২১
জনসনের টিকা স্থগিতের পরামর্শ যুক্তরাষ্ট্রে

টিকা গ্রহণের পর রক্ত জমাট বাঁধার কয়েকটি ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে জনসন অ্যান্ড জনসনের করোনার টিকা দান স্থগিতের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

মঙ্গলবার দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এবং রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) যৌথ বিবৃতিতে এই পরামর্শ দিয়েছে।

এফডিএ বলেছে ‘পুরো প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা স্থগিত রাখার পরামর্শ দিয়েছি।’ 

সোমবার নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছিল, জনসন অ্যান্ড জনসনের ৬৮ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে রক্ত জমাট বাঁধার ছয়টি গুরুতর ঘটনা ঘটেছে।

টুইটারে দেওয়া বিবৃতিতে এফডিএ বলেছে, ‘যুক্তরাষ্ট্রে ছয় জন টিকা নেওয়ার পর  বিরল ও তীব্র ধরনের রক্ত জমাট বাঁধার সংশ্লিষ্ট ঘটনা পর্যালোচনা করছে সিডিসি ও এফডিএ। এই মুহূর্তে এই বিপরীত ঘটনা একেবারেই বিরল বলে দেখা যাচ্ছে।’

যে ছয় জনের শরীরে রক্ত জমাট বাঁধার উপসর্গ দেখা দিয়েছে তারা সবাই নারী। এদের বয়স ১৮ থেকে ৪৮ বছরের মধ্যে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়