ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা টেস্টের ভয়ে দৌঁড়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ১৮ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:৫৭, ১৮ এপ্রিল ২০২১
করোনা টেস্টের ভয়ে দৌঁড়

ভারতে করোনার সংক্রমণ রুখতে আরও বেশি নমুনা পরীক্ষার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও রাজ্যগুলিকে এই সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষত ভ্রমণরত মানুষদের করোনা পরীক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। এই পরিস্থিতেই এক অদ্ভুত দৃশ্য দেখা গেল বিহারের বক্সার রেল স্টেশনে। করোনা টেস্ট থেকে বাঁচতে বিপুল সংখ্যক মানুষকে রেল স্টেশন থেকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখা গেছে।

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, করোনা টেস্টের ভয়ে দৌড়াচ্ছেন রেল যাত্রীরা। এমন ছবি দেখে অনেকে বিশেষজ্ঞই হতবাক। 

করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছিলেন, বিহারের প্রতিটি রেল স্টেশনে কোভিড টেস্ট ক্যাম্প করা হবে। সেই অনুযায়ী, বক্সার রেল স্টেশনেও ক্যাম্প করা হয়েছিল। সেখানে স্বাস্থ্য কর্মীদের পক্ষে রেল যাত্রীদের কাছে আবেদন করা হচ্ছে, স্টেশন থেকে বের হওয়ার আগে যেন তারা করোনা পরীক্ষা করিয়ে নেন। তবে যাত্রীরা এই আহ্বানে সাড়া না দিয়ে করোনা টেস্ট করানোর ভয়ে স্টেশন থেকে পালাতে শুরু করেন।

রেলের এক কর্মকর্তা জানান, চেষ্টা থাকলেও সচেতনতার অভাবে বিহারের বিভিন্ন রেল স্টেশনে এই দৃশ্য এখন দৈনিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষের আবেদন শুনছেন না যাত্রীরা। পাশাপাশি স্টেশনগুলিতে পর্যাপ্ত পরিমাণে পুলিশকর্মী নিযুক্ত নেই।

বক্সারের এক কাউন্সিলর বলেন, 'আমরা রেল যাত্রীদের আটকানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তখন তারা তর্ক করতে শুরু করে দিল। ওই ঘটনার সময় রেলের কোনো পুলিশ ছিল না ঘটনাস্থলে। তারপর একজন মহিলা পুলিশ কর্মী সেখানে পৌঁছলেও তার একার পক্ষে পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।' 
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়