ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিলেন বাইডেন

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ১৮ মে ২০২১   আপডেট: ১১:৫৮, ১৮ মে ২০২১
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিলেন বাইডেন

ইসরায়েল ও ফিলিস্তিনের মাঝে চরম পরিস্থিতিতেই ইসরায়েলের কাছে আরও ৭৩৫ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 

দেশটির স্থানীয় সময় সোমবার (১৭ মে) ওয়াশিংটন পোস্টে এ খবর প্রকাশ করেছে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত ৫ মে মার্কিন কংগ্রেস আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত বিক্রয় সম্পর্কে অবহিত হয়েছিল।  যা বর্তমানে চলমান সহিংসতা শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ আগের ঘটনা।

জানা গেছে, বাইডেনের কয়েকজন ডেমোক্র্যাট সহকর্মী তার এই বিক্রয় নিয়ে বিরোধ জানিয়েছেন। তারা অস্ত্র বিক্রির অনুমোদনের সমালোচনা করেছেন।

কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির একজন ডেমোক্র্যাট বলেন, ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার চাপ না দিয়ে এই প্রস্তাবিত স্মার্ট বোমা বিক্রির ফলে কেবল আরো হত্যাযজ্ঞই চালানো সম্ভব হবে।
 

সাথী/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়