ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আটক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ২৫ মে ২০২১   আপডেট: ১৮:৫১, ২৫ মে ২০২১
মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আটক

মালির প্রেসিডেন্ট ও অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীকে আটক করেছে সেনাবাহিনী। জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের বরাত দিয়ে মঙ্গলবার আল-জাজিরা অনলাইন এই তথ্য জানিয়েছে।

মাত্র ৯ মাস আগে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছিল সেনাবাহিনী। পরে বিক্ষোভের মুখে অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়।

আল-জাজিরা জানিয়েছে, গত বছরের আগস্টে অভ্যুত্থানে নেতৃত্বদানকারী দুই সেনাকে সোমবার অন্তর্বর্তী সরকার থেকে বহিষ্কার করা হয়। এর কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট বাহ এনদঅ এবং প্রধানমন্ত্রী মোকতার ওউয়ানেকে আটক করা হয়।

এক যৌথ বিবৃতিতে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ‘দ্রুত ও নিঃশর্ত মুক্তি’ দাবি করেছে।

সংস্থা দুটি বলেছে, ‘পদত্যাগে বাধ্য করাসহ যে কোনো আগাম পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাখ্যান করছে।’

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ