ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শয়তানের মতো সাজগোজ করায়..

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ২৩ জুন ২০২১  
শয়তানের মতো সাজগোজ করায়..

শয়তানের মতো সাজগোজ করে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় কুয়েতে বেশ কয়েক জন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা শয়তানি সাজে সেজেছিলেন। দেখতে ভীতিকর এমন বড় আকারের দাঁত মুখে যুক্ত করে তারা রক্তের মতো লাল তরল পান করছিলেন।  খবর পেয়ে আবু হালিফার একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালায় মানবপাচার প্রতিরোধ বিভাগ। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা প্রচলিত ধর্মবিশ্বাসের বাইরে গিয়ে নিষিদ্ধ জাদুবিদ্যায় মেতে উঠছিলেন।  কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে।

বিশ্বজুড়ে টিকটক, লাইকিসহ বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনেকেই জনপ্রিয়তা বাড়াতে উদ্ভট সব কাজের ভিডিও শেয়ার করছেন।  অনেকে শাস্তিযোগ্য অপরাধেও জড়িয়ে যাচ্ছেন।  রোববার মিশরে পাঁচ টিকটক ব্যবহারকারীকে মানবপাচারের দায়ে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

ঢাকা/সাব্বির/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়