ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চীনকে উত্যক্ত করলে ‘মাথায় আঘাত’:জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ১ জুলাই ২০২১   আপডেট: ১৬:০৩, ১ জুলাই ২০২১
চীনকে উত্যক্ত করলে ‘মাথায় আঘাত’:জিনপিং

কোনো দেশ চীনকে উত্যক্ত করলে বা প্রভাব বিস্তারের চেষ্টা করলে সেই দেশের ‘মাথায় আঘাত’ করা হবে। বৃহস্পতিবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শতবর্ষ পূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে এই হুঁশিয়ারি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, বেইজিং কোনো ‘ভণ্ডামিপূর্ণ ধর্মকথা প্রচার’ করতে দেবে না।

জিনপিং এমন সময় এই হুমকি দিলেন তখন বেইজিংয়ের বিরুদ্ধে একের পর এক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে এবং হংকংয়ে গণতন্ত্রপন্থীদের দমন-পীড়ন চালাচ্ছে। সম্প্রতি বাণিজ্য, গোয়েন্দাবৃত্তি ও করোনা মহামারি ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটছে। এছাড়া তাইওয়ানকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং অস্ত্র সরবরাহ নিয়েও ওয়াশিংটনের কড়া সমালোচনা করেছে বেইজিং।

তাইওয়ান প্রসঙ্গে বৃহস্পতিবার জিনপিং বলেছেন, তাইওয়ানের পুনঃএকত্রীকরণের ব্যাপারে চীন তার ‘দৃঢ় প্রতিশ্রুতি’ রক্ষা করবে।

তিনি বলেছেন, ‘চীনের জনগণের জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার সংকল্প ও ইচ্ছার অবমূল্যায়ন কারোই করা উচিত নয়।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়