ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রাশিয়ায় করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ৬ জুলাই ২০২১  
রাশিয়ায় করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

রাশিয়ায় এক দিনে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। দেশটিতে গত ২৪ ঘন্টায় ৭৩৭ জনের মৃত্যু হয়েছে, যা গত বছর করোনা মহামারির প্রাদুর্ভাবের পর সর্বোচ্চ।

করোনার সংক্রমণের হার বিবেচেনায় বিশ্বে পঞ্চম রাশিয়া। দেশটিতে গত আট দিন ধরে মৃত্যুর সংখ্যা রেকর্ড ভেঙে চলছে। রাশিয়ায় করোনায় মোট মৃতের সংখ্যা এখন ১ লাখ ৩৯ হাজার ৩১৬, যা ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

রাশিয়ার করোনায় আক্রান্তের মোট সংখ্যা এখন ৫৬ লাখ ৫৮ হাজার ৬৭২। রাজধানী মস্কোতে সংক্রমণ সবচেয়ে বেশি। শনাক্তের ৯০ শতাংশের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। 

মস্কোর মেয়র সের্গেই সবিয়ানিন সংক্রমণ বেড়ে যাওয়া নতুন কিছু নির্দেশনা জারি করেছেন। টিকা না পাওয়া এক তৃতীয়াংশ কর্মীকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলোকে। এছাড়া আগামী আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের ৬০ শতাংশ কর্মীকে বাধ্যতামূলকভাবে টিকার দুই ডোজ নেওয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়