ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পদত্যাগের আগে পেটানো হয়েছিল তিউনিসিয়ার প্রধানমন্ত্রীকে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ২৯ জুলাই ২০২১  
পদত্যাগের আগে পেটানো হয়েছিল তিউনিসিয়ার প্রধানমন্ত্রীকে

পদত্যাগের আগে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিচিম মিচিচিকে প্রেসিডেন্টের বাসভবনে পেটানো হয়েছিল। প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।

পদচ্যুত প্রধানমন্ত্রী কী ধরনের আঘাত পেয়েছিলেন তা অবশ্য জানা যায়নি। পদত্যাগের পর থেকে মিচিচি নিজেও আর জনসম্মুখে আসেননি।

সূত্রের বরাত দিয়ে মিডল ইস্ট আই বলেছে, ‘তিনি মুখে আঘাত পেয়েছিলেন, যে কারণে তিনি জনসম্মুখে আসছেন না।’

গত রোববার মিচিচিকে তার ভবনে ডেকে পাঠান প্রেসিডেন্ট কাইস সাইদ। ওই দিনই তাকে বরখাস্ত করা হয় এবং পার্লামেন্ট স্থগিত করেন প্রেসিডেন্ট।

সূত্র জানিয়েছে, রোববার রাতে দ্বিতীয়বারের মতো মিচিচিকে পদত্যাগের আহ্বান জানান প্রেসিডেন্ট সাইদ। ওই সময় তার সরকারে চার জন মন্ত্রীর নিয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মিচিচি পদত্যাগে অস্বীকৃতি জানান। এর পরই তাকে পেটানো হয়। প্রেসিডেন্টের বাসভবনের ওই কক্ষে সেই সময় কোনো তিউনিসীয় ছিল না।
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়