ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

করোনা থেকে সুস্থ হওয়ার পর বাড়ছে চুল পড়ার হার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ২৯ জুলাই ২০২১  
করোনা থেকে সুস্থ হওয়ার পর বাড়ছে চুল পড়ার হার

চিকিৎসকদের মতে, সাধারণত এক জন মানুষের দৈনিক ১০০টি চুল পড়ে। তবে মানসিক চাপসহ নানা কারণে সাময়িকভাবে এই সংখ্যা তিন থেকে চারশ পর্যন্ত হতে পারে। অবশ্য পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে এটি দূর করা সম্ভব।

গত মে মাসে ভারতে করোনার সংক্রমণ ছিল ঊর্ধ্বমুখী। সংক্রমণের কারণে রোগীর খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে এবং মানসিক চাপ বেড়েছে। কোভিড-১৯ থেকে সুস্থ হওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ার অংশ হিসেবে চুল পড়ার ঘটনা ঘটতে পারে। 

ভারতের দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তারা সপ্তাহে চার থেকে পাঁচটি চুল পড়ার অভিযোগ পেয়ে থাকেন। তবে গত মে মাসের মাঝামাঝি সময় থেকে অভিযোগের সংখ্যা বাড়তে শুরু করেছে। 

হাসপাতালের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সংক্ষিপ্ত এক প্রতিবেদনে বলা হয়েছে, এর পর থেকে এই চুল পড়ার ঘটনা দ্বিগুণ দেখা যাচ্ছে।’

হাসপাতালের কসমিটোলোজি ও প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. কুলদিপ সিং বলেন, ‘কোভিড-১৯ এ সংক্রমণের পর জ্বর ও অন্যান্য লক্ষণগুলোর ধকল সামাল দিতে হয় শরীরকে। এর পরিপ্রেক্ষিতে এ ধরনের ঘটনা ঘটে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়