ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

করোনার বিধিনিষেধ না মানলে জনসম্মুখে লজ্জা দেওয়া হবে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ৩ আগস্ট ২০২১  
করোনার বিধিনিষেধ না মানলে জনসম্মুখে লজ্জা দেওয়া হবে

করোনার বিধিনিষেধ না মানলে জনসম্মুখে লজ্জা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে জাপানে। বিদেশ থেকে ফিরে কোয়ারেন্টানের বিধিনিষেধ না মানায় তিন জনের নাম প্রকাশ করার পর এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সোমবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি বিদেশ থেকে ফেরার পর তিন জাপানি নাগরিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ না করেই কোয়ারেন্টাইনের বিধিনিষেধ লঙ্ঘন করে। এর পরপরই তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়।

কর্তৃপক্ষের এই ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।  

করোনা সংক্রমণ বাড়ায় বিদেশ থেকে আসা নিজেদের নাগরিক ও বিদেশিদের দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনের নির্দেশ দিয়েছে। এই সময়ে তাদেরকে অবস্থান চিহ্নিতকরণ অ্যাপ ব্যবহার ও স্বাস্থ্যগত অবস্থা কর্তৃপক্ষকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়