ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কাবুল থেকে ইউক্রেনের বিমান ছিনতাই

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ২৪ আগস্ট ২০২১   আপডেট: ১৫:০১, ২৪ আগস্ট ২০২১
কাবুল থেকে ইউক্রেনের বিমান ছিনতাই

আফগানিস্তানের কাবুলে ইউক্রেনের একটি বিমানকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ছিনতাই করেছে। রাশিয়ান সংবাদ সংস্থা তাস সূত্রে এ খবর দিয়েছে ভারতের আনন্দবাজার অনলাইন ও জি-নিউজ।

মঙ্গলবার (২৪ আগস্ট) খবরে বলা হয়, আফগানিস্তানে আটকে পড়া ইউক্রেনবাসীদের উদ্ধার করতে কাবুলে নেমেছিল ইউক্রেনের বিমানটি। এরপরই অপহরণ করা হয় বলে জানা গেছে। রাশিয়ান সংবাদমাধ্যম বলছে, বিমানটিকে ইরানে নিয়ে যাওয়া হয়েছে। ইউক্রেন সরকার বিমান অপহরণের কথা স্বীকার করেছে।

জি-নিউজ জানায়, বিমানটিতে ছিলেন ৮৩ জন যাত্রী। আফগানিস্তান থেকে বিমানটি ইউক্রেনের নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছিল।

ইউক্রেনের উপ-বিদেশমন্ত্রী ইভগেনি ইয়েনিন রুশ সংবাদসংস্থাকে জানিয়েছেন, রোববার কিছু লোক ওই বিমানটি অপহরণ করে। অপহরণকারীদের হাতে অস্ত্র রয়েছে। ইউক্রেনের পরিবর্তে সেটিকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ইরানে।

তিনি বলেন, কাবুলে থাকা ইউক্রেনের নাগরিকদের আমরা দেশে ফেরাতে পারছি না। 

সূত্র: আনন্দবাজার, জি-নিউজ ইন্ডিয়া

 

ঢাকা/এসবি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়