ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

তালেবানের সঙ্গে আলোচনায় বসেছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ২৭ আগস্ট ২০২১   আপডেট: ১৯:৩২, ২৭ আগস্ট ২০২১
তালেবানের সঙ্গে আলোচনায় বসেছে তুরস্ক

প্রথমবারের মতো তালেবানের সঙ্গে আলোচনায় বসেছে তুরস্ক। শুক্রবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এ তথ্য জানিয়েছেন।

এরদোয়ান জানিয়েছেন, কাবুল বিমানবন্দরের একটি সামরিক এলাকায় তালেবানের সঙ্গে তুর্কি কর্মকর্তাদের বৈঠক হয়েছে। সামরিকীকৃত ওই এলাকায় সাময়িকভাবে তুর্কি দূতাবাসের কার্যক্রম চালানো হচ্ছে।

সাংবাদিকদের তিনি বলেছেন, ‘তালেবানের সঙ্গে আমাদের প্রথম বৈঠক হয়েছে, এটি সাড়ে তিন ঘণ্টা হয়েছিল। প্রয়োজন হলে এ ধরনের বৈঠক আমাদের আবারও করার সুযোগ রয়েছে।’

তালেবানের সঙ্গে সম্পর্ক নিয়ে তুরস্কের রাজনৈতিক দলগুলোর সমালোচনা প্রসঙ্গে এরদোয়ান বলেন, ‘অস্থির অঞ্চলে অলসভাবে দাঁড়িয়ে থাকার মতো বিলাসী নয় আঙ্কারা।’
 
তালেবান প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের কী প্রত্যাশা কিংবা আমাদের কী প্রত্যাশা তা আমরা আলোচনা ছাড়া জানতে পারব না। বন্ধুরা, কূটনীতি কী জিনিস? এটাই কূটনীতি।’

কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার জন্য তালেবানের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল তুরস্ককে।  এ ব্যাপারে তুরস্কও আগ্রহ প্রকাশ করেছিল। তবে তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরে তাদের নিরাপত্তা নিশ্চিত করা না পর্যন্ত এ ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিচ্ছেন না।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়