ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নারী শিক্ষা: তালেবান স্টাইল 

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ১৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১০:১৬, ১৩ সেপ্টেম্বর ২০২১
নারী শিক্ষা: তালেবান স্টাইল 

আফগানিস্তানে ছেলে ও মেয়ে শিক্ষার্থীর আলাদাভাবে শিক্ষাদানের ব্যবস্থা করছে তালেবান। মেয়ে শিক্ষার্থীদের জন‌্য ইসলামসম্মত পোশাক ও নিয়ম কানুনও চালু করা হবে। 

দেশটির উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী আবদুল বাকি হাক্কানি ইঙ্গিত দিয়েছেন যে মেয়েদের লেখাপড়া করতে দেওয়া হবে, কিন্তু একসঙ্গে পুরুষের পাশাপাশি নয়। 

এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান যখন ক্ষমতায় ছিল তখন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে নারীদের নিষিদ্ধ করা হয়েছিলো।

এবার তালেবান ক্ষমতায় আসার পর বলেছিলো, তারা নারীদের শিক্ষা বা চাকরিতে বাধা দেবে না। কিন্তু পরে তারা জনস্বাস্থ্য ছাড়া অন্য সব ক্ষেত্রে কর্মরত নারীদের নিরাপত্তা পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত কাজে না আসার নির্দেশ দেয়। 

রোববার কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে তালেবানের পতাকা ওড়ানো হয়। এরপরই শিক্ষা সংক্রান্ত নীতি ঘোষণা করলো তালেবান। গত একমাস আগে আফগানিস্তানে ক্ষমতা দখল করে তালেবান। 

দেশটির উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী আবদুল বাকি হাক্কানি জানান, প্রয়োজনে পর্দার ওপার থেকে পুরুষ শিক্ষকরা নারীদের পাঠদান করাবেন। তবে শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য যথেষ্ট নারী শিক্ষকও আছেন। 

তথ‌্যসূত্র: বিবিসি 

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়