ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দক্ষিণ কোরিয়ার সমুদ্রসীমায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ২৮ সেপ্টেম্বর ২০২১  
দক্ষিণ কোরিয়ার সমুদ্রসীমায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

উত্তর কোরিয়া তাদের পূর্বাঞ্চলীয় উপকূল বরাবর সমুদ্রে একটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জাতিসংঘে উত্তর কোরীয় দূত বলেছেন, পিয়ংইয়ংয়ের আত্মরক্ষা এবং অস্ত্র পরীক্ষার অধিকার কেউই অস্বীকার করতে পারবে না। চলতি মাসের শুরুর দিকে পিয়ংইয়ং ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল। কিন্তু কিছুদিন আগে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করে।

মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে অবগত আছে, তবে এটা কোনো মার্কিন সৈন্য বা তাদের মিত্রদের প্রতি তাৎক্ষণিক কোনো হুমকি সৃষ্টি করেনি। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়ার দূত কিম সং নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেন। তিনি সেখানে বলেন, উত্তরের অস্ত্র ‘উন্নয়ন, পরীক্ষণ, উৎপাদন এবং সংরক্ষণের’ অধিকার আছে। 

তিনি আরও বলেন, তার দেশ ‘নিজেকে রক্ষার উদ্দেশে জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ছে’।

/সারা/এসবি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়