ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সুইডেনে ভবনে বিস্ফোরণ: আহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ২৮ সেপ্টেম্বর ২০২১  
সুইডেনে ভবনে বিস্ফোরণ: আহত ২৫

সুইডেনের গোথেনবার্গ শহরে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে ২৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিস্ফোরণ হয়।  দেশটির রাষ্ট্রীয় বেতার এসআরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভবনটিতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন সুইডেনের জরুরি বিভাগের কর্মীরা। বিস্ফোরণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।

সুইডেনের পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ঘটনাস্থল থেকে লোকজনকে সরিয়ে নিতে কাজ করছে তারা। গোটেনবার্গ এলাকার জরুরি সংস্থা জানিয়েছে, ভবনটির কয়েকটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত রয়েছে। এখনও বিস্ফোরণের কোনো কারণ জানা যায়নি। 

উল্লেখ‌্য, সুইডেনে সাম্প্রতিক বছরগুলোতে দলগত অপরাধ বেড়েছে। অপরাধীরা নিজেদের শক্তি জানান দেওয়ার জন্য বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে।

ঢাকা/সারা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়