ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাশিয়ায় স্পিরিট পানে ২৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ৯ অক্টোবর ২০২১  
রাশিয়ায় স্পিরিট পানে ২৬ জনের মৃত্যু

রাশিয়ায় স্পিরিট পানে ২৬ জনের মৃত্যু হয়েছে। কাজাখাস্তান সীমান্তবর্তী অরেনবার্গ অঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে শনিবার রুশ কর্তৃপক্ষ জানিয়েছে। 

আঞ্চলিক মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছিল। ওই দিন ৯ জনের মৃত্যু হয়। পরে মৃতের সংখ্যা বেড়ে ২৬ এ পৌঁছায়। আরও ২৮ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

স্থানীয় তদন্ত সংস্থা জানিয়েছে, ভোগের অযোগ্য অ্যালকোহল উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

২০১৬ সালে সাইবেরিয়ায় স্পিরিট পানে ৭৮ জনের মৃত্যু হয়েছিল। এরপর থেকে রাশিয়ায় মদ, ওষুধ, পারফিউম ও অন্যান্য অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন ও বিক্রিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে কর্তৃপক্ষ।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়