ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘করোনায় মৃত্যু নিয়ে প্রশ্ন করে বিরক্ত করবেন না’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২১, ১৩ অক্টোবর ২০২১   আপডেট: ১৮:২৮, ১৩ অক্টোবর ২০২১
‘করোনায় মৃত্যু নিয়ে প্রশ্ন করে বিরক্ত করবেন না’

করোনায় মৃত্যু নিয়ে প্রশ্ন করে তাকে বিরক্ত না করার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। দেশটির সাও পালো রাজ্যের গুয়ারুজা সৈকতে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানিয়েছেন।

চলতি সপ্তাহে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ছয় লাখ ছাড়িয়েছে।  বিশ্বে করোনায় মৃত্যুর তালিকায় ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। ডানপন্থী প্রেসিডেন্ট বোলসোনারো করোনার বিধিনিষেধের তীব্র বিরোধী। করোনার টিকা না নিয়েই তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলেন।

বোলসোনারো বলেছেন, ‘কোন দেশে মানুষ মারা যায় না? আমাকে বলুন! দেখুন আমি এখানে বিরক্ত হওয়ার জন্য আসিনি।’

বোলসোনারোর বিরুদ্ধে অভিযোগ, করোনা মহামারি শুরু হওয়ার পর তার সরকারের নীতির কারণে সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়েছে। গত এপ্রিলে তার করোনা নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করে সিনেট কমিটি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে  কমিটির প্রতিবেদন দাখিল করার কথা।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়