ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিদেশিদের জন্য সীমান্ত বন্ধ করতে যাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ২৮ নভেম্বর ২০২১   আপডেট: ১৭:৫০, ২৮ নভেম্বর ২০২১
বিদেশিদের জন্য সীমান্ত বন্ধ করতে যাচ্ছে ইসরায়েল

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকাতে বিদেশিদের জন্য সীমান্ত বন্ধ ঘোষণা করতে যাচ্ছে ইসরায়েল। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।

পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়ার পর রোববার মধ্যরাত থেকে শুরু হয়ে পরবর্তী ১৪ দিন এই নিষেধাজ্ঞা থাকতে পারে। ইসরায়েলে এখনও পর্যন্ত একজনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

শনিবার ইসরায়েলের করোনাভাইরাস সংক্রান্ত মন্ত্রিসভা ওমিক্রনের বিপদ মোকাবেলায় একগুচ্ছ বিধিনিষেধ আরোপের প্রস্তাবে সম্মত হয়েছে। তবে প্রস্তাবগুলো কার্যকরে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার অনুমোদন লাগবে।

প্রস্তাবটিতে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার পাশাপাশি টিকা নেওয়া ইসরায়েলি নাগরিকদের দেশে ফেরার পর তিন দিন এবং টিকা না নেওয়াদের সাত দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা থাকতে পারে। শনাক্ত কোভিড রোগীদের ওপর ইসরায়েলি নিরাপত্তা সংস্থা শিন বেটের নজরদারির বিষয়েও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।

প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত জানিয়েছেন, এক্ষেত্রে ফোনে নজরদারির প্রযুক্তি ব্যবহার করা হবে।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়