ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ৪ ডিসেম্বর ২০২১  
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ১ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে সুমেরু আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়েছে। আগ্নেয়গিরিটি থেকে উৎক্ষিপ্ত বিপুল পরিমাণ ধোঁয়া ও ছাই চারপাশে ছড়িয়ে পড়ছে। এ ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ৪১ জন। 

জরুরি সেবা বিভাগের কর্মীদের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত ধোঁয়া ও ছাই চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করলে স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে শুরু করেন।

ইস্ট জাভা প্রদেশের লুমাজাং জেলার উপ-প্রধান ইন্দাহ মাসদার জানিয়েছেন, জ্বলন্ত ছাইয়ে দগ্ধ হয়ে এক জনের মৃত্যু হয়েছে এবং ৪১ জনের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমণ সংস্থা বিএনপিবি জানিয়েছে, গ্রামের বাসিন্দাদের সরিয়ে আনতে তারা তাবু স্থাপন করেছেন। কিন্তু ভারী ধোঁয়ার কারণে সরিয়ে আনার কাজ ব্যাহত হচ্ছে।

ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি আছে। গত জানুয়ারিতে সুমেরু আগ্নেয়গিরিটি অগ্নুৎপাত করেছিল। তবে ওই সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়