ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধের হুমকি চীনের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ৭ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৭:০৮, ৭ ডিসেম্বর ২০২১
যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধের হুমকি চীনের

যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা আগামী বছরের বেইজিং শীতকালীন অলিম্পিকস বয়কট করছেন। চীনের মানবাধিকার লংঘন ও শিনজিয়াংয়ে নৃশংসতার প্রতিবাদে এটি করা হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে চীন।

মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানিয়েছেন, চীন এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

সোমবার যুক্তরাষ্ট্র জানায়, চীনের মানবাধিকার লংঘনের রেকর্ডের কারণে তারা বেইজিংয়ে কূটনীতিকদের পাঠাবেন না। তবে যুক্তরাষ্ট্রের অ্যাথলেটরা চাইলে যেতে পারে এবং সেক্ষেত্রে সরকার তাদের পূর্ণ সহযোগিতা করবে।

সংবাদ সম্মেলনে ঝাও লিজিয়ান অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ‘খেলাধুলায় রাজনৈতিক নিরপেক্ষতা’ লঙ্ঘন করছে। ওয়াশিংটনের এই বয়কট ‘মিথ্যা ও গুজবের ভিত্তিতে।’

সাম্প্রতিক বছরগুলোতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক বিবাদ বাড়ছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, শিনজিয়াংয়ের সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর গণহত্যা ও নিপীড়ন চালিয়ে যাচ্ছে চীন। অবশ্য বেইজিং এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়