ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতায় চীনে ২৬ কর্মকর্তাকে শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ২৪ ডিসেম্বর ২০২১  
সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতায় চীনে ২৬ কর্মকর্তাকে শাস্তি

লকডাউনের মধ্যে শিয়ান শহরে করোনার সংক্রমণ বাড়তে থাকায় চীনে ২৬ কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে। শুক্রবার তাদের এ শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

২০১৯ সালে চীনে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে কঠোর লকডাউন ও বিধিনিষেধের মাধ্যমে সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। তবে গত সপ্তাহে দেশটির শিয়ান শহরে নতুন  করে সংক্রমণ শুরু হয়। করোনার বিস্তার ঠেকাতে জিরো সংক্রমণ নীতির কারণে দ্রুত ওই শহরের সীমান্ত বন্ধ করে দেওয়া হয় এবং কঠোর লকডাউন ঘোষণা করা হয়। তবে এর মধ্যেও শুক্রবার আরও ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শহরটিতে মোট সংক্রমিতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে।

সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশন শুক্রবার জানিয়েছে, কমিউনিস্ট পার্টির ২৬ কর্মকর্তাকে ‘প্রকোপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে যথার্থ কঠোর না হওয়ার’ জন্য শাস্তি দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, পরিদর্শনে দেখা গেছে, শনাক্ত পরীক্ষার ক্ষেত্রে কর্মকর্তাদের শিথিল দৃষ্টিভঙ্গি ছিল এবং সমন্বয়হীন ব্যবস্থাপনা ছিল। এর ফলে শিয়ানে সংক্রমিতকে শনাক্ত ব্যাহত হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়