ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইউক্রেন উত্তেজনা: সতর্ক অবস্থায় যুক্তরাষ্ট্রের সাড়ে ৮ হাজার সেনা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ২৫ জানুয়ারি ২০২২   আপডেট: ১৪:৫৮, ২৫ জানুয়ারি ২০২২
ইউক্রেন উত্তেজনা: সতর্ক অবস্থায় যুক্তরাষ্ট্রের সাড়ে ৮ হাজার সেনা

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইউক্রেনে স্বল্প সময়ের মধ্যে সাড়ে ৮ হাজার সেনা মোতায়েনের জন্য সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সংবাদ মাধ্যমগুলো একথা জানায়।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে রাশিয়া। এ অভিযান চালানোর জন্য ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে মস্কো। তবে পশ্চিমা দেশগুলোর করা অভিযোগ বরাবরই অস্বীকার করছে রাশিয়া।

বিবিসি জানায়, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন যুক্তরাজ্য, ফ্রান্স, পোল্যান্ড, ইতালি ও ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো প্রধানরা। 

বৈঠক শেষে জো বাইডেন বলেন, ‘ইউরোপীয় নেতাদের সঙ্গে খুবই ভালো একটি বৈঠক হয়েছে। ইউরোপের সব নেতারাই ঐক্যমতে আছেন।’

ডাউনিংস্ট্রিটের একজন মুখপাত্র বলেন, ‘রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় আন্তর্জাতিক ঐক্যের বিষয়ে সবই গুরুত্ব আরোপ করেছেন।’

সূত্র: বিবিসি।

/মাসুদ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়