ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড দিল্লি, দুজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ৩১ মে ২০২২   আপডেট: ০৯:০৬, ৩১ মে ২০২২
আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড দিল্লি, দুজনের মৃত্যু

ছবি: আনন্দবাজার

আকস্মিক ঝড় ও ভারি বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লির বিভিন্ন এলাকা। সোমবার (৩০ মে) বিকেলে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে আঘাত হানে এই ঝড়। বাড়ি ধসে, গাছ ভেঙে দুজন মারা গেছেন।

মঙ্গলবার (৩১ মে) সকালে আনন্দবাজার জানায়, সোমবার রাতে ১০০ কিলোমিটার বেগে ঝড়ে বিপর্যস্ত দিল্লির একাধিক এলাকা। প্রায় একশ গাছ উপড়ে পড়েছে রাস্তায়। ভেঙে পড়েছে একাধিক বাড়ি। ঝড় প্রাণ গেছে দুজনের।

সোমবার সন্ধ্যার পর পর হঠাৎ ঝড় শুরু হয়। নতুনদিল্লি এবং মধ্য দিল্লিতে রাস্তায় আছড়ে পড়ে অনেক গাছ। গাছ চাপা পড়ে পার্কিং লটে থাকা গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। একাধিক বাড়ির টিনের ছাদ উড়ে গেছে।

স্থানীয় প্রশাসন জানায়, ছোট বড় মিলিয়ে প্রায় ৮০টি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ে ক্ষতি হয়েছে নতুনদিল্লি এবং মধ্য দিল্লির। দুই ঘণ্টা ধরে তাণ্ডব চালায় ঝড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর জানায়, দিল্লিতে প্রাক বর্ষায় এমন ঝড় তিন-চার বছর পর পর দেখা যায়।

এর আগে ২০১৮ সালের ১৩ মে ১০০ কিলোমিটার বেগে ঝড়ে বিধ্বস্ত হয়েছিলেন দিল্লিবাসী।

/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়