ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইউক্রেনের আরও অঞ্চল দখল করতে চায় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২২, ২০ জুলাই ২০২২  
ইউক্রেনের আরও অঞ্চল দখল করতে চায় রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে মস্কোর সামরিক ‘কর্মকাণ্ড’ এখন পূর্ব দোনবাস অঞ্চলের বাইরে চলে গেছে। বুধবার রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্যের মাধ্যমে এটাই ইঙ্গিত দিলেন যে, মস্কো এই মুহূর্তে দোনবাস অঞ্চলের বাইরে ইউক্রেনের অভ্যন্তরে আরও সামরিক অভিযান পরিচালনা করবে। 

ল্যাভরভ জানিয়েছেন, রুশ ও ইউক্রেনীয় আলোচকরা মার্চের শেষের দিকে তুরস্কে শান্তি আলোচনার পর থেকে ভৌগলিক বাস্তবতা পরিবর্তিত হয়েছে। ওই আলোচনায় কোনও অগ্রগতি হয়নি।

ওই সময়ে ল্যাভরভ বলেছিলেন, রাশিয়ার মূল লক্ষ্য দোনেটস্ক ও লুহানস্ক। এই দুটি অঞ্চল থেকে তারা ইউক্রেনীয় বাহিনীকে তাড়াতে চায়।

রাশিয়ার বাহিনীর দখলকৃত অঞ্চলের উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘এখন ভৌগলিক বাস্তবতা ভিন্ন, এটি দোনেটস্ক ও লুহানস্ক থেকে অনেক দূরে, এখন খারসন ও জাপোরিঝিয়া অঞ্চল এবং আরও কয়েকটি অঞ্চল অন্তর্ভূক্ত। এই প্রক্রিয়াটি যৌক্তিকভাবে ও দৃঢ়ভাবে অব্যাহত রয়েছে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়