ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

রানি এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৭, ৮ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৯:৩৫, ৮ সেপ্টেম্বর ২০২২
রানি এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। তাকে চিকিৎসা তত্ত্বাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে বাকিংহাম প্যালেস।

৯৬ বছর বয়সী রানি প্রিভি কাউন্সিলের একটি সভা বাতিলের এক দিন পর তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এ ঘোষণা এলো।

প্যালেস জানিয়েছে, রানি ভালো অনুভব করছেন এবং স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে রয়েছেন। ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসসহ পরিবারের সদস্যরা রানিকে দেখতে স্কটল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

গত বছর থেকে রানি ‘চলাফেরা জনিত’ সমস্যায় ভুগছেন।

প্রাসাদ এক বিবৃতিতে বলেছে, ‘আজ সকালে আরও মূল্যায়নের পরে, ব্যক্তিগত চিকিৎসকরা রানির স্বাস্থ্যের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাকে চিকিৎসা তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন।’

মঙ্গলবার রানি স্কটল্যান্ডে তার গ্রীষ্মকালীন বাসভবন বালমোরাল ক্যাসেলে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে দায়িত্ব প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিলেন।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়