ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বুরকিনা ফাসোর রাজধানীতে গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ৩০ সেপ্টেম্বর ২০২২  
বুরকিনা ফাসোর রাজধানীতে গোলাগুলি

রাস্তায় নেমে এসেছে বুরকিনা ফাসোর সেনারা। দেশটির রাজধানীর প্রধান সামরিক ক্যাম্প এবং আবাসিক এলাকার কাছে ভারী গুলির শব্দ শোনা গেছে। শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি বড় বিস্ফোরণ হওয়ার পর সেখানে সেনারা অবস্থান নেয় বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, প্রেসিডেন্ট প্রাসাদ, প্রশাসনিক ভবন এবং জাতীয় টেলিভিশন স্টেশনের দিকে যাওয়ার প্রধান রাস্তা বরাবর সেনাদের দেখা গেছে। সরকারি টেলিভিশন চ্যানেলটি সম্প্রচার বন্ধ করে দিয়েছে। রাজধানী ওয়াগাদুগুর বেশ কয়েকটি প্রধান সড়ক সেনারা অবরুদ্ধ করে রেখেছে। এসব ঘটনায় রাজধানীর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গত জানুয়ারিতে বুরকিনা ফাসোর ক্ষমতা দখল করে সেনাবাহিনী। নতুন করে দেশটিতে অভ্যুত্থান হচ্ছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

আল-জাজিরার স্থানীয় সংবাদদাতা বলেছেন, ‘প্রেসিডেন্ট প্রাসাদ, সংসদ এবং সাংবিধানিক আদালতের দিকে যাওয়ার সমস্ত রাস্তা সেনারা নিয়ন্ত্রণ করছে। যারা এই এলাকায় যাওয়ার চেষ্টা করেছে তাদের ফিরে যেতে এবং সরে যেতে বলা হয়েছে।’

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়