ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিঁড়ি থেকে পড়ে গেছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ৪ ডিসেম্বর ২০২২   আপডেট: ২০:০৯, ৪ ডিসেম্বর ২০২২
সিঁড়ি থেকে পড়ে গেছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি সপ্তাহে মস্কোতে তার সরকারি বাসভবনের সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন। এসময় তিনি ‘অনিচ্ছাকৃতভাবে মলত্যাগ করে দিয়েছিলেন’। একটি টেলিগ্রাম চ্যানেলের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক পোস্ট এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৭০ বছর বয়সী পুতিন শেষ ধাপে নামার আগে পাঁচ ধাপ নিচে পড়ে যান।

টেলিগ্রাম চ্যানেল বলেছে, ‘পাকস্থলী ও অন্ত্রে ক্যান্সারের প্রভাবের কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ‘অনিচ্ছাকৃতভাবে মলত্যাগ’ করে ফেলেন। 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, গত মাসে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেলের সাথে একটি বৈঠকের সময় পুতিনের হাত কাঁপতে দেখা গেছে। ওই সময় পুতিন স্বাভাবিকভাবে তার পা নাড়তে পারছিলেন না বলেও দেখা গেছে।

এসব ঘটনা পুতিনের ক্ষয়িষ্ণু স্বাস্থ্য ঘিরে ক্রমবর্ধমান জল্পনা-কল্পনার আরেকটি সংযোজন। সাবেক এক ব্রিটিশ গুপ্তচর জানিয়েছেন পুতিন গুরুতর অসুস্থ।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়