ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জাপানে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ২৪ ডিসেম্বর ২০২২  
জাপানে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি

জাপানে ৪০ বছরের মধ্যে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ফলে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে দেওয়া বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ফেরত নিতে কেন্দ্রীয় ব্যাংকের ওপর চাপ বাড়বে।

আল জাজিরা জানায়, ১৯৮১ সালের পর নভেম্বরে জাপানে জিনিসপত্রের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়েছে। গত বছরের তুলনায় ওই মাসে মূল্য মুদ্রাস্ফীতি ৩ দশমিক ৭ শতাংশ বেড়েছে। জ্বালানির দাম বৃদ্ধির জন্য কিছুটা এমন হয়েছে।

জাপানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি দাম বেড়েছে প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রীর। এছাড়া বিদ্যুৎ ও এয়ার কন্ডিশনারের মতো টেকসই পণ্যের দামও বেড়েছে।

তবে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের আকাশচুম্বী মুদ্রাস্ফীতির চেয়ে ভালো অবস্থানে রয়েছে জাপান। এরপরও তা জাপানের কেন্দ্রীয় ব্যাংকের ২ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।

মুদ্রাস্ফীতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ সুদহার বাড়ালেও সে পথে হাঁটেনি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। বরং প্রবৃদ্ধির জন্য তারা সুদহার অতি নিম্ন রাখা অব্যাহত রেখেছে।

সূত্র: আল জাজিরা

/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়