ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তুরস্কে নিহত ৯১২: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৭:০০, ৬ ফেব্রুয়ারি ২০২৩
তুরস্কে নিহত ৯১২: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিপেস তাইয়েপ এরদোয়ান বলেছেন, শক্তিশালী ভূমিকম্পে তার দেশেই এখন পর্যন্ত ৯১২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন ৫ হাজার ৩৮৩ জন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) তিনি সাংবাদিকদের একথা জানান।

এরদোয়ান বলেন, ‌ভূমিকম্পে এখন পর্যন্ত ২৮১৮টি ভবন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।  

তিনি আরও বলেন, উদ্ধার তৎপরতা চলছে। উদ্ধারকারীরা কতো মানুষের লাশ উদ্ধার করবেন সেটি আমরা এই মুহূর্তে ধারণা করতে পারছি না।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, সোমবার ভোরের দিকে সিরিয়া ও তুরস্কে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।  গাজিয়ানতেপ শহরের কাছে এর গভীরতা ছিল মাত্র ১৭.৯ কিলোমিটার। সূত্র: আল-জাজিরা, বিবিসি।

মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ