ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে কলেজের ভলিবল দল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ৯ ফেব্রুয়ারি ২০২৩  
ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে কলেজের ভলিবল দল

তুরস্কে ভূমিকম্পে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে একটি কলেজের ভলিবল দল। এই দলটিতে ৩৯ জন ছেলে ও মেয়ে ছিল।

সোমবার ভূমিকম্পের সময় আদিয়ামানের সাত তলা আইসিয়াস হোটেলে অবস্থান করছিলেন ফামাগুস্তা তুর্কি শিক্ষা কলেজের ভলিবল দলটি। ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ থেকে দুই শিক্ষক ও এক শিক্ষার্থীর মরদেহ পাওয়া গেছে। ভূমিকম্পের পরপর চার জন শিক্ষার্থী ধ্বংসস্তুপ থেকে নিজেরাই বের হতে সক্ষম হয়েছিলেন। বাকীদের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।

তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সাইপ্রাস থেকে ঘটনাস্থলে ছুটে গেছেন প্রায় ১৭০ জন আত্মীয় ও উদ্ধারকারী।

সাইপ্রাসের একজন শিক্ষা কর্মকর্তা জানান, বাকি শিক্ষার্থীদের খুঁজে না পাওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন।

ঘটনাস্থলে থাকা এক নারী জানিয়েছেন, তার ১২ বছরের ভাতিজি আদিয়ামানে তার সঙ্গে ছিল। যেদিন ভূমিকম্প হয়েছিল সেদিন বন্ধুদের সঙ্গে যোগ দিতে ভাতিজি হোটেলে গিয়েছিল। ভলিবল দলটির কনিষ্ঠ সদস্য ছিল তার ভাতিজি। এখনও তার কোনও খোঁজ পাওয়া যায়নি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়