ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিসিসিপিতে টর্নোডোর আঘাতে ২৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ২৫ মার্চ ২০২৩   আপডেট: ১৯:২২, ২৫ মার্চ ২০২৩
মিসিসিপিতে টর্নোডোর আঘাতে ২৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের মিসিসিপিজুড়ে টর্নেডো এবং শক্তিশালী বজ্রঝড়ে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা শনিবার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ঝড়টি যাওয়ার পথে ১৬০ কিলোমিটার এলাকায় ক্ষতির চিহ্ন রেখে গেছে।

আরো পড়ুন:

মিসিসিপির জরুরি ব্যবস্থাপনা সংস্থা একাধিক টুইট বার্তায় জানিয়েছে, পশ্চিম মিসিসিপির সিলভার সিটিতে ঝড়টি আঘাত হানার পর অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো কাজ করার সময় চারজন নিখোঁজ হয়েছে, ।

সংস্থাটি বলেছে, ‘"দুর্ভাগ্যবশত, এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’

টর্নেডোটি ঘণ্টায় ১১৩ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে উত্তর-পূর্বে প্রবাহিত হয়েছে। এটি দুর্বল না হয়ে আলাবামার দিকে ধাবিত হয়েছে। সিলভার সিটি এবং রোলিং ফর্কের গ্রামীণ শহরগুলো ঝড়ের আঘাতে বিধ্বস্ত হয়েছে।

রোলিং ফর্কের শার্কি কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, গ্যাসের পাইপে লিক হয়েছে এবং ধ্বংসস্তূপের মধ্যে লোকজন আটকা পড়েছে। 

মিসিসিপির গভর্নর টেট রিভস শুক্রবার রাতে এক টুইটে জানিয়েছেন, অনুসন্ধান ও উদ্ধারকারী দল সক্রিয় রয়েছে এবং কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের জন্য আরও অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়