ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘের সব সদস্যকে দাঁড়ানোর আহ্বান বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২২:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০২৩
রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘের সব সদস্যকে দাঁড়ানোর আহ্বান বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সার্বভৌমত্ব এবং মানবাধিকার হল জাতিসংঘের সনদের মূল খুঁটি এবং জাতিসংঘকে অবশ্যই রাশিয়ার ‘নগ্ন আগ্রাসনের’ বিরুদ্ধে দাঁড়াতে হবে। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে তিনি এ কথা বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, জাতিসংঘের এই অধিবেশন যুদ্ধের ছায়া দিয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এই যুদ্ধ রাশিয়া বিনা উসকানিতে ডেকে এনেছে।

আরো পড়ুন:

ইউক্রেনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাশিয়া বিশ্বাস করে যে বিশ্ব ক্লান্ত হয়ে উঠবে এবং ফলাফল ছাড়াই ইউক্রেনে নৃশংসতার অনুমতি দেবে। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা যদি একজন আগ্রাসীকে খুশি করার জন্য জাতিসংঘের সনদের মূল নীতিগুলি পরিত্যাগ করি, তবে কোনও সদস্য রাষ্ট্র কি আত্মবিশ্বাসী হতে পারে যে তারা সুরক্ষিত? আমরা যদি ইউক্রেনকে পরাজিত হতে দেই, তাহলে কোনও জাতির স্বাধীনতা কি নিরাপদ?

বাইডেন নিজেই এর জবাবে বলেন, ‘না।’

তিনি বলেন, ‘এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র মিত্র এবং বিশ্বজুড়ে অংশীদারদের নিয়ে ইউক্রেনের সাহসী জনগণের সাথে তাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতা রক্ষা করার জন্য তাদের পাশে দাঁড়ানো অব্যাহত রাখবে।’

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়