ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের সুরক্ষায় ব্যর্থ: ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ১৯ এপ্রিল ২০২৫   আপডেট: ২০:৪৯, ১৯ এপ্রিল ২০২৫
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের সুরক্ষায় ব্যর্থ: ভারত

ড.মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ভারত। বাংলাদেশের উত্তরাঞ্চলের হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায়ের অপহরণ ও হত্যার ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এ অভিযোগ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, “আমরা বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু নেতা শ্রী ভবেশ চন্দ্র রায়ের অপহরণ ও নৃশংস হত্যাকাণ্ডের বিষয়টি মর্মাহতভাবে লক্ষ্য করছি। এই হত্যাকাণ্ড অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের উপর পদ্ধতিগত নির্যাতনের একটি ধরণ অনুসরণ করে, যদিও পূর্ববর্তী এই ধরনের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীরা দায়মুক্তির সাথে ঘুরে বেড়াচ্ছে।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, “আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং আবারো অন্তর্বর্তীকালীন সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছি যে তারা কোনো  অজুহাত তৈরি না করে বা কোনো পার্থক্য না করে হিন্দুসহ সব সংখ্যালঘুকে সুরক্ষার দায়িত্ব পালন করবে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়